Thursday, 25 June 2015

তুরকি স্ত্রী ধূমপায়ী স্বামীর মস্তক টি খাঁচায় বন্ধী করে দিলেন


































রকমারিবিডি:একজন তুরকি  নারী তার স্বামীর পুরা মস্তক টি একটি খাঁচায় বন্ধী করে দিলেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেনও এইরকম কান্ড টা হল,আসল সত্য টা হলও উনার স্বামী প্রতিদিন কম হলে 40 টা সিগারেট ধুমপান করেন মানা বাধা করে যখন কোন লাভ হয় নাই তখন তিনি এমন ধরনরে চিন্তা করলেন যা কিনা অারব বিশ্বে তুলপাড় শুরু করে দিয়েছে রমজান মাসের শুরুতে তিনি স্বামীর মাতায় বসিয়ে দিলেন খাঁচাটি, এবং  সর্ত আরুপ করলেন সারা দিন রোজা রাকতে হবে এবং ইফতারের সময় হলে খুলে দেওয়া হবে খাঁচাটি ভাবেই চলতে থাকবে পুরো রমজান মাস, ভদ্র মহিলা আসা করেছেন  এমনটি করলে হয়তো স্বামির আনেক পুরানো বদ-অভ্যাস টি বদলাতে সফল হবেন আসল কতা হলো ধুমপানের মতও বধ অভ্যাস টি ত্যাগ করার জন্য রমজান মাস কে প্রাধান্য দিলে অনেক ধুমপায়ী দৃঘ্য  দিনের পুরানো অভ্যাসটি তেকে মুক্তী পেতে পারেন ।

No comments:

Post a Comment