বিনোদন প্রতিবেদক:
৮০'র দশকে বাংলা চলচ্চিত্র এবং মিডিয়ায় চিত্রনায়িকা শাবানার বৃহস্পতি তুঙ্গে ছিল।
জীবন্ত কিংবদন্তী এ অভিনেত্রীর অভিনয় আজও দর্শক ভুলতে পারেনি ।
তিনি দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী। দীর্ঘ দিন পর লুকিয়ে থাকা কিংবদন্তী অভিনেত্রী শাবানা হঠাৎ হঠাৎই দেশে আসেন। তবে এবার একেবারে ব্যক্তিগত কাজেই নিজের শ্বশুরবাড়ি যশোর জেলার বেনাপোলের বড়েঙ্গা গ্রামে এলেন।
জীবন্ত কিংবদন্তী এ অভিনেত্রীর অভিনয় আজও দর্শক ভুলতে পারেনি ।
তিনি দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী। দীর্ঘ দিন পর লুকিয়ে থাকা কিংবদন্তী অভিনেত্রী শাবানা হঠাৎ হঠাৎই দেশে আসেন। তবে এবার একেবারে ব্যক্তিগত কাজেই নিজের শ্বশুরবাড়ি যশোর জেলার বেনাপোলের বড়েঙ্গা গ্রামে এলেন।
বোরখা পড়া অবস্থায় শাবানার এই এলাকায় বছরে একবার বা দু’বারের যাতায়াতের খবর এরই ভেতরে গ্রামবাসী জেনে গেছেন। তাই এখন তাকে আরও সাবধানে লুকিয়েই আসতে হয়।
নিজের এই সফর প্রসঙ্গে শাবানা বলেন, ‘একান্ত নিজেদের একটি কাজে হঠাত আমেরিকা থেকে আসতে হলো।’
উল্লেখ্য, মাঝে যৌথ প্রযোজনায় ভারত-বাংলাদেশের তারকাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা উঠলেও আবারও নতুন ছবি প্রযোজনার কাজ করবেন কি-না জানতে চাইলে শাবানা বলেন, ‘এখন তো অনেকেই দুই বাংলা নিয়ে কাজ করছে। ওরা শুরু করুক। আমিও হয়তো খুব শিগগিরই এ নিয়ে সিরিয়াসলী কাজ শুরু করবো।’
প্রসঙ্গত, শাবানা দীর্ঘ প্রায় এক যুগের বেশী সময় ধরে স্বামী সন্তান নিয়ে আমেরিকাতে বসবাস করছেন।
- চিত্র নায়িকা শাবানা।মুসলিম হিসেবেই জন্ম।কিন্তু ইসলামকে জীবন বিধান হিসেবে নেয়া হয়নি ভাল করে।কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন।পরিপুর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার সুযোগ পেয়েছেন।ইসলামের বিধিবিধানগুলো পালনে এখন তিনি সর্বদাই সচেস্ট।এককালের সাড়া জাগানো চিত্রনায়িকা শাবান এখন দ্বীন ইসলামের পরিপুর্ন অনুসারী...
This comment has been removed by the author.
ReplyDelete