Wednesday, 17 June 2015

আ.লীগের পরিণতি করুণ হবে’ বললেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ফাইল ছবি
রকমারিবিডি৪ : রাজধানীর গুলশানের কার্যালয়ের আজ মঙ্গলবার রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণে নেই, দেশ চালাচ্ছে পুলিশ। এবার ক্ষমতায় থেকে বিদায় নিলে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো কয়েক টুকরো হয়ে যাবে।আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সঙ্গে আয়োজিত বৈঠকে খালেদা জিয়া এ কথা বলেন। 
চেয়ারপারসন বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের কী অবস্থা হবে, তা তারা জানে। সে জন্য তারা ভোটে যেতে চায় না। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগকে করতেই হবে। তিনি বলেন, ‘দেশ এখন কঠিন সময় পার করছে। এ অবস্থায় আমরা বসে থাকতে পারি না। কারণ আওয়ামী লীগ নয়, জনগণের ভরসা ও বিশ্বাসের জায়গা হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের এত দিনের দুর্নীতি ও লুটপাটের কারণে বিএনপির ওপর ভরসা আরও বাড়ছে। বিএনপি শেষ হয়ে যায়নি। সময়ের অপেক্ষায় আছি।’
তিনি দাবি করেন, গুম, খুনের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচারী’ ও ‘জুলুমবাজ’ বলে অভিহিত করেন খালেদা জিয়া।তিনি এ-ও বলেন,দেশ এখন  পুলিশের নিয়ন্ত্রণে। ছাত্রলীগকে ‘দানব’ অভিহিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, একদিকে পুলিশ, আরেকদিকে ছাত্রলীগ মিলে বিএনপিকে ধ্বংস করার ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। কিন্তু বিএনপিকে ধ্বংস করা যাবে না। কারণ বিএনপি জনগণের দল। তিনি বলেন, দেশে কোনো সরকার নেই। যারা জোর করে ক্ষমতায় বসে আছে, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়। ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগ টুকরো টুকরো হয়ে যাবে। ২১ বছর দলটি ক্ষমতা থেকে দূরে ছিল, এবার ক্ষমতা থেকে বিদায় নিলে আওয়ামী লীগ থাকবে না।

No comments:

Post a Comment