Sunday, 21 June 2015

স্ত্রীর পরকীয়ার জেরে শাশুড়ি, শ্যালিকা ও ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে শাশুড়ি, শ্যালিকা ও ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে এক ঘরজামাই।নিহতরা হলেন সুমনের শাশুড়ি সন্ধ্যা রানী হাসদা (৪৫), ছেলে সানী হেম্ব্রম (৬), শ্যালিকা তেরেজা (২৩) ও ফুফাশ্বশুর মার্কেল (৫০)।শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভিমপুর আদিবাসী পল্লীতে এ ঘটনা  ঘটে।এ ঘটনায় অভিযুক্ত ওই পরিবারের ঘরজামাই সুমন হেম্ব্রমকে (৩৫) আটক করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় ১২ বছর আগে পাঁচবিবি নওনা গ্রামের সুমন হেম্ব্রমের সঙ্গে একই উপজেলার ভিমপুর গ্রামের ফনি মাস্টারের মেয়ের বিয়ে হয় তাদের ৩ সন্তান রয়েছে। তবে দীর্ঘদিন ধরে স্ত্রী সশিলা মার্ডির পরকীয়ার জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। একপর্যায়ে শুক্রবার রাতে স্বামী-স্ত্রী আবারও ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এ সময় শাশুড়িসহ অন্যরা এগিয়ে এলে সুমন শাশুড়ি সন্ধ্যা রানী হাসদা, ছেলে সানী হেম্ব্রম, শ্যালিকা তেরেজা ও ফুফাশ্বশুর মার্কেলকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতককে হাতেনাতে আটক করেছে। জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রুবেল আহম্মেদ জানান, এ বিষয়ে থানায় মামলা করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

No comments:

Post a Comment