![]() |
ফাইল ছবি |
সিরিয়ায় বিমান বাহিনীর রকেট হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬০ জনের বেশি মানুষ। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
মঙ্গলবার রাজধানী দামেস্কের দুমা প্রদেশে এলিফেন্ট রকেট হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ জানিয়েছে, প্রদেশের গারিয়াহ এলাকায় এক মক্তব লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে সিরিয় বাহিনী। তবে সিরিয়ার সরকারি কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।এর আগে সিরিয়া সরকার দেশের বেসামরিক লোকজনের ওপর ব্যারল বোমা ব্যবহার করেছিল। এ নিয়ে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় ওঠার পর তারা এখন এলিফ্যান্ট রকেট ব্যবহার করছে।
২০১১ সালের মার্চ মাস মাসে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
No comments:
Post a Comment