c
প্রবাসী ভাইরা সাবধান......পরকীয়ার টানে স্ত্রী লোহাগাডা থানায় আর প্রবাসী হাসপাতালে অন্যদিকে মুল আসামী প্রেমীক আইনুল হক পলাতক। উত্তর পদুয়া টেন্ডেল পাডা এলাকার গটনা। এলাকার ছেলে মুজাম্মেল হকের পেইজ থেকে ও এলাকার লোকজন থেকে জানলাম....প্রবাসীর কস্টের সব টাকা স্ত্রীকে মাসে মাসে পাটিয়ে দেয় আর স্ত্রী তিন সন্তানকে পরোয়া না করে এত দিন প্রেমীক কে নিয়ে এই নুংরামী চালিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে প্রবাসী বাডিতে এলে স্ত্রী প্রেমীককে নিয়ে প্রবাসীকে খুন করার জন্য রাতে প্রেমীক সহ অপারেশন শুরু করলে সন্তান দের কান্না আর ডাকশুনে এলাকার লোকজন প্রবাসীকে রক্কা করে আর স্তীকে থানায় পাটিয়ে দেয়, মুল আসামী আইনুল হক পালিয়ে যায়। আমরা এই নস্ট মেয়ের সাথে সাথে পালিয়ে যাওয়া আইনুল হক কে গ্রেফতার করে কঠিন শাস্তির দাবী জানাচ্ছি। আর প্রবাসীদের প্রতি অনুরুধ নীজ নীজ পরিবার কে ইসলামী ভাব ধারায় গডে তুলুন আর পর পুরুষের আনা গোনা দেখা সাক্কাত বন্দ করুন। আল্লাহ সকল প্রবাসীকে হেফাজত করুন....আমিন।
No comments:
Post a Comment