Tuesday, 16 June 2015

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল অভিযান শুরু হচ্ছে ।

আগামী ১৫ জুলাই থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ধরতে সারাদেশে পুলিশি অভিযান শুরু হচ্ছে। রাজধানীতে পুলিশ সদর দফতরে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ৩ জুন থেকে সারাদেশে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ধরতে অভিযান চালানোর ঘোষণা দিলেও তা চালানো হয়নি।

এ বিষয়ে আইজিপি বলেন, মোটরসাইকেল কম্পানির মালিকেরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছ থেকে কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন। তাই ৩ জুনের পরিবর্তে ১৫ জুলাই থেকে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আশা করছি অভিযানে নামার আগেই প্রত্যেকে তাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করে নিবেন। 

No comments:

Post a Comment