সম্প্রতি জোকার নারায়ণী স্টুডিওতে মহরত হয়ে গেল পল্লব গুপ্তর ছবির। আর এ ছবিতেই প্রথম নারীকেন্দ্রিক ছবিতে দেখা যাবে শ্রাবন্তীকে। টলিপাড়ার টিপিক্যাল নায়িকা হয়ে দর্শকদের মন তো ভরিয়েইছেন, পাশপাশি অন্য ধারার ছবিতেও নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী। অপর্ণা সেনের গয়নার বাক্স বা অনিরুদ্ধ রায়চৌধুরীর বুনো হাঁস ছবি তাঁকে চিনিয়ে দিয়েছে চরিত্রাভিনেত্রী হিসেবে। এবার পালা শেষ সংবাদ-এর।
এ ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে সাংবাদিক হিসেবে। এর আগে কানামাছি ছবিতেও তাঁকে সাংবাদিকের চরিত্রে দেখা গিয়েছিল, তবে এ ছবির অ্যাপ্রোচটাই আলাদা। কর্পোরেট জগতের অলিগলিতে আলো ফেলবে পরিচালকের চিত্রনাট্য। ফিলহাল দুনিয়ায় উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে যত কথা হয়, তার সব কি সত্যি? নাকি প্রতিদিনের দুনিয়াকে মেয়েরা যেভাবে ফেস করে তা চলতি ধারণার থেকে অনেকটাই আলাদা? এরকমই বিষয় নিয়ে তৈরি হতে চলেছে এ ছবি। কাহিনির ওঠাপড়া সাংবাদিক শর্মিষ্ঠাকে কেন্দ্র করেই। শর্মিষ্ঠাকেই পর্দায় ফুটিয়ে তুলবেন শ্রাবন্তী।
নিজের এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তীও। মেইনস্ট্রিম ছবিতে কাজ করার পাশাপাশি নানা চরিত্রে কাজ করাতেও বরাবরের আগ্রহ তাঁর। আর তাই শর্মিষ্ঠাকে পেয়ে শ্রাবন্তী জানালেন, চরিত্রটা চ্যালেঞ্জিং। শর্মিষ্ঠার চরিত্রের অ্যাপ্রোচটাই অন্যরকম। আমি আগে এরকম চরিত্রে অভিনয় করিনি। ছবিতে শ্রাবন্তী ছাড়াও আছেন প্রদীপ মুখোপাধ্যায়, লাবনী সরকার, পার্থসারথী প্রমুখ।
শেষ সংবাদ পরিচালক পল্লব গুপ্তেরও প্রথম পুর্ণদৈঘ্যের ছবি। এর আগে বানিয়েছেন শর্ট ফিল্ম। বালাজি টেলিফিল্মস ও ইমতায়াজ আলির লাভ আজ কাল-এর সঙ্গেও যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতার ঝাঁপি নিয়েই এবার ফিচার ফিল্মে হাতেখড়ি। নিজের ছবিতে সিরিয়াস ইস্যুকেই তুলে ধরতে চান তিনি। কর্পোরেট জগত এবং নারীদের সত্যাকার অবস্থান নিয়ে তাঁর শেষ সংবাদ-এই শুরু হবে ছায়াছবির জগতের বিশেষ সংবাদ।
এ ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে সাংবাদিক হিসেবে। এর আগে কানামাছি ছবিতেও তাঁকে সাংবাদিকের চরিত্রে দেখা গিয়েছিল, তবে এ ছবির অ্যাপ্রোচটাই আলাদা। কর্পোরেট জগতের অলিগলিতে আলো ফেলবে পরিচালকের চিত্রনাট্য। ফিলহাল দুনিয়ায় উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে যত কথা হয়, তার সব কি সত্যি? নাকি প্রতিদিনের দুনিয়াকে মেয়েরা যেভাবে ফেস করে তা চলতি ধারণার থেকে অনেকটাই আলাদা? এরকমই বিষয় নিয়ে তৈরি হতে চলেছে এ ছবি। কাহিনির ওঠাপড়া সাংবাদিক শর্মিষ্ঠাকে কেন্দ্র করেই। শর্মিষ্ঠাকেই পর্দায় ফুটিয়ে তুলবেন শ্রাবন্তী।
নিজের এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তীও। মেইনস্ট্রিম ছবিতে কাজ করার পাশাপাশি নানা চরিত্রে কাজ করাতেও বরাবরের আগ্রহ তাঁর। আর তাই শর্মিষ্ঠাকে পেয়ে শ্রাবন্তী জানালেন, চরিত্রটা চ্যালেঞ্জিং। শর্মিষ্ঠার চরিত্রের অ্যাপ্রোচটাই অন্যরকম। আমি আগে এরকম চরিত্রে অভিনয় করিনি। ছবিতে শ্রাবন্তী ছাড়াও আছেন প্রদীপ মুখোপাধ্যায়, লাবনী সরকার, পার্থসারথী প্রমুখ।
শেষ সংবাদ পরিচালক পল্লব গুপ্তেরও প্রথম পুর্ণদৈঘ্যের ছবি। এর আগে বানিয়েছেন শর্ট ফিল্ম। বালাজি টেলিফিল্মস ও ইমতায়াজ আলির লাভ আজ কাল-এর সঙ্গেও যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতার ঝাঁপি নিয়েই এবার ফিচার ফিল্মে হাতেখড়ি। নিজের ছবিতে সিরিয়াস ইস্যুকেই তুলে ধরতে চান তিনি। কর্পোরেট জগত এবং নারীদের সত্যাকার অবস্থান নিয়ে তাঁর শেষ সংবাদ-এই শুরু হবে ছায়াছবির জগতের বিশেষ সংবাদ।
No comments:
Post a Comment